বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
অনুমতিহীন কেমিক্যাল কারখানায় ঝুঁকির বোমা! ডেমরায় অবৈধ উৎপাদন
রনি মজুমদার
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২০ পিএম

রাজধানীর ডেমরার আবাসিক এলাকায় ভয়াবহ বিপদের আশঙ্কা তৈরি করছে অনুমতিহীনভাবে পরিচালিত ‘ইয়াসফি কেমিক্যাল’ নামের একটি আঠা উৎপাদন কারখানা। কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে এই কারখানার কার্যক্রম, যেখানে ব্যবহৃত হচ্ছে উচ্চমাত্রার দাহ্য কেমিক্যাল।

পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই পরিচালিত এই কারখানাটি যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিরাপত্তাহীনতায় নিমজ্জিত এলাকাবাসী

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই কারখানার রাসায়নিক নির্গমনে বাতাস দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গন্ধের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কারখানার পরিচালকের অস্বচ্ছ বক্তব্য

সরেজমিনে পরিদর্শনের সময় কারখানার পরিচালককে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের পণ্যের ট্রেডমার্ক করা হলেও এখনো সরকারি নিবন্ধন পাননি। তবে কীভাবে অনুমোদন ছাড়াই উৎপাদন চালিয়ে যাচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। শিল্প মন্ত্রণালয়ের ট্রেডমার্ক শাখা জানায়, ‘ইয়াসফি কেমিক্যাল’ নামে কোনো পণ্যের ট্রেডমার্ক এখনো নিবন্ধিত হয়নি।

বিপজ্জনক রাসায়নিকের ব্যবহার

বিশেষজ্ঞরা জানান, দাহ্য কেমিক্যাল ব্যবহারের কারণে এখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি অত্যন্ত বেশি। কারখানাটিতে ব্যবহৃত কিছু রাসায়নিক একটি চীনা কোম্পানির নামে নিবন্ধিত, যা নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতির ইঙ্গিত দেয়।

কর্তৃপক্ষের নীরবতা ও জনগণের দাবি

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এটি বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এখন দেখার বিষয়, প্রশাসন কবে নাগাদ এই অননুমোদিত কারখানাটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com