প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ পিএম

ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আমার দেশ কে জানান, গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ৮ সদস্যকে ধামরাই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করছে ধামরাই থানা পুলিশ ও ডিবি (উত্তর)।
আটকৃতরা হলেন, কুশুরা কলেজ ছাত্র লীগের সভাপতি আমিনুর রহমান, সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ সবুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন,আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আঃ রাজ্জাক।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।