প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী জানুয়ারির মধ্যে পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘোষণা দেন তিনি। এ সময় নৌকাডুবিতে নিহত ৬৯ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেন ।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং চাল, মসুর ডাল, ভোজ্যতেল, লবণসহ শুকনো খাবার দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের বিষয়টি অনুমোদন হয়েছে। এখন নকশা তৈরির কাজ চলছে। নকশা শেষ হলে টেন্ডার হবে। আর ডিসেম্বর বা জানুয়ারির শুরুতেই নির্মাণ কাজ শুরু হবে।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা মো. আনামুর রহমান প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসনের আয়োজনে বোদা উপজেলার মারিয়া বাবনহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।