প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:১২ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জী) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন।
বুধবার সারাদেশে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত হয়। এদিন নাজমুল হাসান নীরা বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে জন্মদিনের কেক কাটা হয়।
বৃক্ষরোপণকালে নাজমুল হাসান নীরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী একটি সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন। এজন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। বিশ্বায়নের এ সময়ে সবুজায়নকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে আমরা দুর্গাপুর উপজেলায় নানা প্রজাতির গাছের চারা রোপণ করেছি। বঙ্গবন্ধুকন্যার অনুপ্রেণায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি।পুরো দুর্গাপুর উপজেলায় পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এই কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন,সাইফুল ইসলাম,জুয়েল মিয়া,রাজন শেখ,সনি সরকার,আল আমিন সহ অনেকে।
এই কর্মসূচি নিয়ে তারা বলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। সবুজ ধরিত্রীর জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।