বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাকজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা
জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:১১ পিএম

দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চ্যাপ্টারের ঘোষণা দেয়া হয়।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ‘বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারতের সিনিয়র সাংবাদিক ও সাকজেএফ’র প্রেসিডেন্ট আশিস গুপ্ত। সাকজেএফ’র মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব অনুষ্ঠান পরিচালনা করেন এবং বাংলাদেশ চ্যাপ্টারের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সাকজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এম মাসুম বিল্লাহ (রিপোর্টার্স ২৪)।  দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি সামছুদ্দিন ইলিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া অন্যান্য পদে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, সহ সভাপতি ইমরুল কায়েস (বাংলা ভিশন), যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ রেজা (যমুনা টিভি), কোষাধ্যক্ষ জুম্মাতুল বিদা (চ্যানেল ২৪), কার্যনির্বাহী সদস্য  মো. আবু আলী (দৈনিক আমাদের সময়), মো. শাফিউল আল ইমরান (দৈনিক সংবাদ), শেখ শাহরুখ ফারহান (দ্য ডেইলি অবজারভার), মিনাক্ষী চৌধুরী (বিটিভি), সজিবুর রহমান (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), ইমরান হোসেন (এটিএন নিউজ) ও মিঠুন সরকার (প্রতিদিনের বাংলাদেশ)।

অনুষ্ঠান দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে সনদ তুলে দেন সাকজেএফ’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান সম্রাট ও মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের কর্মপরিকল্পনাগুলো তুলে ধরেন এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত: ২০২২ সালে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে জলবায়ু নিয়ে কাজ করা দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সমন্বয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ) গঠন করা হয়। সংগঠনটি ইতিমধ্যে ভারত ও নেপাল চাপ্টার গঠন করেছে এবং জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামী অক্টোবরে সংগঠনের উদ্যোগে নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com