বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম

প্রখ্যাত বংশী বাদক ও সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। প্রয়াত এই শিল্পীর ৭১তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।   

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান। উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা। বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। 

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। এছাড়া বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব।  

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কার প্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।’ 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- রবি চৌধুরী, শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, মুজিব পরদেশি, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, প্রিন্স আলমগীর প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বারী সিদ্দিকী পদক   সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com