নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করে বলেন, প্রার্থী পরিবর্তন করা না হলে সংসদীয় এই আসনটি হাতছাড়া হবে। ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীর দলীয় নেতাকর্মীদের প্রতি কোন অবদান ও ত্যাগ নেই উল্লেখ করে ক্ষোভের সাথে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী দুঃশাসন,অপশাসন,হামলা-মামলা নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন না কখনো তিনি। এলাকার দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটার সমর্থকদেরও কাছেও গ্রহণযোগ্যতা নেই।
ঝিকরগাছা উপজেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ০৪টায় স্থানীয় সোনালী মার্কেট চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি যশোর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান খান।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, যশোর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ইমরান হাসান সামাদ নিপুন।
উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হোসেন চয়ন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সদ্য ঘোষিত ৮৬, যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনটি জামায়াতের কাছ থেকে পূর্ণদ্ধারের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সাবিরা নাজমুল মুন্নির দেয়া মনোনয়ন পরিবর্তনের জন্য অপর মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মিজানুর রহমান খান, মোর্তজা এলাহী টিপু, জহুরুল ইসলাম ও ইমরান হাসান সামাদ নিপুনসহ বক্তারা জোর দাবি তুলেছেন।