বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২

শিরোনাম: টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল   বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস   এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু   শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই   এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গিভিংটুইসডে মুভমেন্টের কমিউনিটি ডিরেক্টর হলেন হাসান মাহামুদ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৫:১৮ পিএম

বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন গিভিংটুইসডে মুভমেন্টের যুক্ত হয়েছেন সাংবাদিক ও সংগঠক হাসান মাহামুদ। তিনি আগামী দুই বছরের জন্য গিভিংটুইসডে বাংলাদেশ-এর পরিচালক (কমিউনিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

গিভিংটুইসডে  বাংলাদেশ সোমবার (১৬ জুন) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ জুন) গিভিংটুইসডে বাংলাদেশ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি আগামী ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত সময়কালের জন্য নিয়োগ পেয়েছেন।

স্বেচ্ছাসেবী এই পদটি বিভিন্ন অঞ্চলে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা, স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড প্রবর্তন এবং প্রভাবশালী উদ্যোগ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রধান দায়িত্ব হবে স্থানীয় সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা। কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট, কর্মশালা এবং সচেতনতা ক্যাম্পেইন আয়োজন ও তত্ত্বাবধান করা। কমিউনিটি ভিত্তিক স্বেচ্ছাসেবীদের নিয়োগ ও ব্যবস্থাপনা করা, যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সঠিক সাপোর্ট পায়। এছাড়া স্বেচ্ছাসেবীদের জন্য অর্থবহভাবে কমিউনিটি প্রকল্পে অবদান রাখার সুযোগ সৃষ্টি করা ইত্যাদি দায়িত্ব তিনি ডিরেক্টর (কমিউনিটি) হিসেবে পালন করবেন।  

গিভিংটুইসডে মুভমেন্ট একটি বিশ্বব্যাপী উদারতার আন্দোলন, যা মানুষকে দান, স্বেচ্ছাসেবকতা ও দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ভালো কাজ করতে উৎসাহিত করে। এই আন্দোলনে যোগ দিতে একজন ব্যক্তি অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবক বা তহবিল সংগ্রাহক হিসেবে অবদান রাখতে পারেন। আন্দোলনের সঙ্গে যুক্তরা স্থানীয় ইভেন্ট আয়োজন, সচেতনতা বৃদ্ধি বা চ্যারিটি, ব্যবসা ও কমিউনিটি নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও নিজের এলাকায় স্থানীয় মুভমেন্টে যোগ দিতে বা নতুন মুভমেন্ট শুরু করতে পারেন।

গিভিংটুইসডে ২০১২ সালে নিউ ইয়র্কের ৯২ স্ট্রিট ওয়াই-তে হেনরি টিমসের উদ্যোগে শুরু হয়। এর সহ-প্রতিষ্ঠাতা সংগঠন ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশন, এবং এতে সমর্থন ছিল ব্ল্যাক শিপের (BLK SHP)। এটি ব্যক্তি পর্যায়ে তাদের সম্প্রদায়ের প্রতি দান করার জন্য একটি দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন এটি বিশ্বজুড়ে একটি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে, যা কোটি কোটি মানুষকে উদার কার্যক্রমে একত্রিত করে। গিভিংটুইসডে বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত একটি বৈশ্বিক আন্দোলন।

গিভিংটুইসডে বাংলাদেশের কান্ট্রি লিডার ও সিইও শাকিল আজাদ মনন বলেছেন, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন যা উদারতার শক্তিকে উদযাপন করে। হাসান মাহামুদ একজন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী। এটি একটি অবৈতনিক দয়িত্ব,  যা তার নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা বিকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দেয়।

হাসান মাহামুদ বর্তমানে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এবং বিরল এসএমএ রোগীদের কল্যাণে কাজ করা দেশের একমাত্র সংগঠন কিউর এসএমএ বাংলাদেশ- এই দুটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। 

সাংবাদিকতা ও সামাজিক কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে শের-ই-বাংলা স্বর্ণপদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের ‘মিডিয়া ফেলোশিপ ২০২৪’, বাংলাদেশ রাইটার্স গিল্ড বিশেষ সম্মাননা ২০২১ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা ২০১৮ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com