বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
২০২৫ সালের মধ্যে যে ১১ ধরনের জমি ফিরে পেতে যাচ্ছেন প্রকৃত মালিক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৫০ পিএম

জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও জবরদখলের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে। নতুন করে পাস হওয়া ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ ও সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর হওয়ার পর ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এই আইন বাস্তবায়ন শুরু হয়েছে। এতে করে প্রকৃত মালিকেরা আবারও তাঁদের হারানো জমির দখল ফিরে পাচ্ছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ বেলায়েত হোসেন এক ভিডিও আলোচনায় জানিয়েছেন, নতুন আইনের আওতায় ২০২৫ সালের মধ্যেই ১১ শ্রেণির জমির প্রকৃত মালিকরা জমির দখল ফিরে পাবেন। একই সঙ্গে এসব জমি যারা অন্যায়ভাবে দখল করে রেখেছেন, তাদের সেই জমি ছাড়তে হবে।

চলুন জেনে নেওয়া যাক, কোন ১১ ধরনের জমি ২০২৫ সালের মধ্যে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে—

১. হেবা দলিল
অনেকে কর ফাঁকি দিতে বা সাব কবলা এড়াতে হেবা দলিল করে থাকেন। কিন্তু হেবার শর্ত যথাযথভাবে না মানলে, যেমন নির্ধারিত অংশের চেয়ে অতিরিক্ত জমি দিলে, সেই দলিল আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে। এমনকি উত্তরাধিকারদের অংশ ভোগ করেও স্ত্রীর নামে হেবা দলিল করলেও তা বাতিলের আওতায় আসবে।

২. এওয়াজ বদল দলিল
মৃত ব্যক্তির জমি বণ্টন না করে অন্যের সঙ্গে এওয়াজ বদল দলিল করলে, সেই দলিলও বাতিল হবে। এ ধরনের দলিল ইতোমধ্যে বাতিল হতে শুরু করেছে।

৩. সরকারি খাস জমি
যারা সরকারি খাস জমি দখল করে আছেন, অথচ কোনো প্রকার লিজ বা বন্দোবস্ত ছাড়াই, তাদের জমি বাতিল হবে এবং প্রকৃত দাবিদাররা জমি ফিরে পাবেন।

৪. জবরদখলকৃত জমি
ক্ষমতার অপব্যবহার করে, অথবা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে যারা অন্যের জমি দখল করে রেখেছেন, নতুন আইনে তারা সেই জমি হারাবেন এবং প্রকৃত মালিকদের পক্ষে আদালতের মাধ্যমে জমি ফিরিয়ে দেওয়া হবে।

৫. জাল দলিলের জমি
জাল দলিল তৈরি করে যারা জমি দখল করেছেন, তাদের দলিল বাতিল হবে এবং প্রকৃত মালিক তাঁর জমি ফিরে পাবেন।

৬. সাব কবলা দলিল
যেখানে একাধিক ওয়ারিশের জমি একজন ওয়ারিশ নিজের নামে বিক্রি করে দেন, অথচ অন্যদের জানানো হয়নি, এমন দলিল বাতিল হবে।

৭. বণ্টননামা ব্যতিরেকে বিক্রি
শরিকদের মধ্যে আনুষ্ঠানিক বণ্টন না করেই এক শরিক অন্যের অংশসহ জমি বিক্রি করলে সেই দলিলও বাতিল বলে গণ্য হবে।

৮. যৌথ সম্পত্তি
যৌথভাবে ক্রয় করা জমিতে কোনো এক অংশীদার যদি নিজের অংশের বাইরে অতিরিক্ত জমি বিক্রি করেন, সেই অতিরিক্ত অংশ বাতিল হবে এবং প্রকৃত মালিকের দখলে ফিরে যাবে।

৯. খতিয়ান বিভ্রান্তি
যেখানে জমি এক খতিয়ানে থাকলেও পরে অন্য খতিয়ানে অন্যের নামে রেকর্ড হয়, এবং সেই অনুযায়ী কেউ জমি বিক্রি করেন, নতুন আইনে এসব দলিল বিলীন হয়ে যাবে।

১০. ভুল দাগ ও চৌহুদ্দির জমি
ভুল দাগে কিংবা অন্যের জমিতে বসবাস করলে বা ভিন্ন চৌহুদ্দির মধ্যে গেলে সেই দখল অবৈধ বলে গণ্য হবে। এসব জমি প্রকৃত মালিক ফেরত পাবেন।

১১. বিনিময় সম্পত্তি (Evacuee Property)
দেশত্যাগ করা কারো রেখে যাওয়া সম্পত্তি বা ‘বিনিময় সম্পত্তি’ দখল করে যারা আছেন, তাদেরকে জমি ছাড়তে হবে। এসব জমি বিক্রি করতে হলে হাইকমিশনের মাধ্যমে আইনি প্রক্রিয়া মেনে করতে হবে।

আইনজীবী বেলায়েত হোসেন আরও জানান, ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় এখন কমে এসেছে। যেখানে আগে একটি মামলা নিষ্পত্তি হতে ৬–১০ বছর লাগত, এখন সেটি ১–৩ বছরের মধ্যেই শেষ হচ্ছে। দেওয়ানি কার্যবিধিতে সংশোধনের মাধ্যমে টাইম পিটিশন এবং হাজিরার মতো প্রক্রিয়াগুলোতে সীমা আনা হয়েছে।

ভূমি রেকর্ড সংশোধন, দখল পুনরুদ্ধার এবং জাল দলিল বাতিল সংক্রান্ত মামলাগুলো এখন ভূমি ট্রাইব্যুনালেই করা সম্ভব, ফলে সাধারণ মানুষ দ্রুত প্রতিকার পাচ্ছেন। নতুন ভূমি আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে জমি নিয়ে দীর্ঘদিনের অন্যায়, অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com