প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম

কক্সবাজার সিভিল সোসাইটির উদ্যোগে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে ‘বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলন’ এ শ্লোগানকে ধারণ করে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী।
এতে আলোচক ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুজাউদ্দৌলা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, এডভোকেট রমিজ উদ্দীন, এবি পার্টির সহ-সভাপতি জাহাঙ্গীর কাশেম, ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ, সাগর, সাদিকসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক
ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তিন শতাধিক সমাজের সচেতন নাগরিক ও অংশীজন উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন।
এ ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।