প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৩ পিএম

বিভিন্ন জেলা কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। অনুমোদন পাওয়া জেলাগুলোর অন্যতম নারায়ণগঞ্জে বিএনপির অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রূপগঞ্জের মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে ১ নং যুগ্ম আহ্বায়ক, মাশেকুল ইসলাম রাজিবকে ২নং (তালিকা ক্রমানুসারে) যুগ্ম আহ্বায়ক এবং রূপগঞ্জ উপজেলার শরীফ আহমেদ টুটুলকে ৩নং আহ্বায়ক করা হয়েছে। আর সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিনকে সদস্য করা হয়েছে।
নারায়ণগঞ্জ ছাড়াও সিরাজগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, নাটোর, চট্টগ্রাম দক্ষিণ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।