শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মুসল্লিদের ব্যাপক সমাগম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:০৭ AM

শৈলের কান্দা ব্রক্ষ্মোওর গোরস্থান রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জামালপুর সদর উপজেলার শৈলের কান্দা–ব্রক্ষ্মোওর এলাকায় অবস্থিত রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদরাসার ২২তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় সভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হযরত মাও. আবু সালেহ মো. কফিল উদ্দিন সাহেব এবং সহ-সভাপতিত্ব করেন সিগমা লিফট কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মো. আমিনুল ইসলাম (ফুরকান)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাও. আব্দুল ওয়াহাব সাহেব।

প্রধান ওয়ায়েজ ও অতিথি আলেমদের বয়ানে ইসলামি জীবনব্যবস্থা, নৈতিক চরিত্র গঠন, কোরআন-সুন্নাহ অনুসরণ, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার ও হাফেজে কোরআন তৈরির মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গড়ে ওঠে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হচ্ছে। এ মাহফিল মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com