প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পিএম

যশোরের ঝিকরগাছা শিমুলিয়া ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট ‘জিয়া খাল’ পানি ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় শিমুলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির আয়োজনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ ১২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হলেন মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, মো. খলিলুর রহমান।
সহ সভাপতি হলেন এস এম মর্তুজা মোহাম্মাদ আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ মো. সুজনরেজা।
কার্যকরী সদস্যরা হলেন মোছাম্মদ বিউটি খাতুন, মো. সেলিম রেজা, মোছাম্মৎ রোকেয়া বেগম, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোছাম্মৎ শিলা আক্তার, মো. আলমগীর হোসেন, মোসাম্মৎ শারমিন আক্তার।