প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর কাচরার খালে নির্মাণাধীন ৬০ মিটার সেতুর কাজ এক বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। সাড়ে ৭ কোটি টাকার এই প্রকল্পের নির্ধারিত সময় শেষ হলেও কাজের কোনো অগ্রগতি না থাকায় নতুন করে বাড়ানো সময়েও সেতু নির্মাণ শেষ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এলজিইডির ঢিলেমি ও জমি অধিগ্রহণ জটিলতার কারণে তিনটি ইউনিয়নের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। মাত্র ৩০০ মিটার সড়কের কারণে প্রতিদিন তাদের ঘুরতে হচ্ছে অতিরিক্ত ১০ কিলোমিটার পথ।
শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের মানুষের সহজ যোগাযোগের জন্য ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা, আর সময়সীমা ছিল ২০২৫ সালের ৬ মার্চ। মূল অবকাঠামো নির্মাণের পর থেকেই বাকি কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই।
স্থানীয় যুবক আবু সালেহ জানান, সামান্য বৃষ্টিতেই সেতুর নিচ দিয়ে চলাচল করা যায় না, জলাবদ্ধতার কারণে বাড়ছে দুর্ভোগ। বারবার এলজিইডি ও প্রশাসনকে জানালেও কোনো উদ্যোগ নেই।
রহমতুল্লাহ নামের এক বাসিন্দা বলেন, এক বছর ধরে সেতুটি দাঁড়িয়ে থাকলেও মানুষের কোনো কাজে লাগছে না। স্কুল-কলেজ থেকে শুরু করে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ও ঘুরতে হয় অনেক দূর।
পল্লিচিকিৎসক আসরাফুল ইসলাম বলেন, মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ বাকি থাকায় প্রতিদিন ১০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়।
ঠিকাদার মো. সেলিম বলেন, জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যা সমাধান হলেই কাজ পুনরায় শুরু হবে বলে দাবি তাঁর।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, কিছু জটিলতা থাকায় সেতুর কাজ বন্ধ আছে। শিগগিরই আবার কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে।