প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৫১ পিএম

বালুমহাল-ও-মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ এর অধীনে বালি উত্তোলনে ব্যবহারের ওপর হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মেসার্স জিনান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শাহ রুবেল আহমেদ কর্তৃক দায়ের করা সিভিল আপিল নং ৩৯৭৯/২০২৫–এর প্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন।
মামলার অন্যপক্ষ হিসেবে রয়েছেন মো. খুর্শেদ আলমসহ অন্যান্যরা।
মেসার্স জিনান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শাহ রুবেল আহমেদ জানান, খুর্শেদ আলম কতৃক ৯৯১৭/২০২৪ রিট পিটিশনের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আমরা ৩৯৭৯/২০২৫ নং সিভিল আপিল করলে, আপিল বিভাগ পূর্বের রায়ের স্থগিত আদেশ দেন। নদীতে চালনী মেশিন চালাতে এখন আর বাধা নেই।
রিটকারী খুর্শেদ আলম জানান, বিচারপতি ফারাহ মাহবুব ম্যাম পূর্বের রায় স্থগিত রেখেছেন সত্য, তবে পূর্বের মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ বহাল থাকবে বলে রায় দেন। যদি ২০১০ সালের মাটি আইন বহাল থাকে তাহলে জাদুকাটা নদীতে কোন ধরনের মেশিন চলতে পারবে না। কারন বিচারপতি আইন বাতিল করেন নাই।
আবেদনকারীর খুর্শেদ আলমের পক্ষ থেকে ২০২৪ সালের রিট পিটিশন নং ৯৯১৭–এ হাইকোর্ট বিভাগের ১৯ আগস্ট ২০২৫ তারিখের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়। সংশ্লিষ্ট রিট মামলায় হাইকোর্ট বালু উত্তোলনে ড্রেজার ও চালনী মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন।
আপিল বিভাগ আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে তালিকাভুক্ত ৫০ নম্বর আইটেম হিসেবে আবেদনটির শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।
সেই সঙ্গে হাইকোর্টের বিরোধিতাকৃত রায় ও আদেশের কার্যকারিতা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
এই আদেশের ফলে আপাতত সংশ্লিষ্ট এলাকায় পূর্বের নিষেধাজ্ঞা বলবৎ না থাকলেও বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান থাকবে।
বিচারপতি ফারাহ মাহবুব জাজ প্রত্যায়িত সুপারিনটেনডেন্ট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক স্বাক্ষরিত এ আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষদের কাছে পৌঁছে গেছে।