রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ   ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ   হাদিকে গুলি করার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ   ঝিকরগাছায় জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধ, কবরস্থান দখলের পর স্থাপনা নির্মাণে বাধা    
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
টিএসসিতে চলছে ইসলামী বইমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ইসলামী বইমেলা সিজন-১।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে মেলাটি শুরু হয়। 

ইসলামী এই বইমেলা চলবে আগামী শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকো রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলা ঘুরে দেখা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩ টি স্টল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন এবং পছন্দমতো বই কিনছেন। শিক্ষার্থী ছাড়াও দূর-দূরান্ত থেকে মেলার খবরে বই কিনতে ছুটে এসেছেন অনেকেই।

ঢাবি শিক্ষার্থী রেহনুমা সাদিকা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী বইমেলা এবারই প্রথমবার। এর আগে আমরা এ ধরনের আয়োজন দেখিনি। দেখা তো দূরের কথা, এটা কল্পনা করাও ছিল অনেকটা অসম্ভব। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সত্যিই আনন্দিত। সবাই বই কিনুক, ইসলাম সম্পর্কে জানুক এটাই কামনা।

এর আগে সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, বই পড়া, জ্ঞানের উৎপাদন, জ্ঞানের বিতরণ এবং সমাজের সব স্তরে জ্ঞান ছড়িয়ে দেওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। একইভাবে আমাদের মহান স্রষ্টা পবিত্র কুরআনেও একই কথা বলেছেন। শুরুই হয়েছে ‘ইকরা’ বা পড়ো এর মাধ্যমে। সুতরাং বই পড়া এবং তার চর্চা জারি রাখা পরকালীন এবং ইহকালীন বিবেচনায়, যেকোনো প্রেক্ষাপটে একটি প্রধান কাজ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, মেলার আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, প্রক্টর সাইফুদ্দিন আহমদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com