সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১

শিরোনাম: এসকে সুরের ধানমন্ডির বাসায় সাড়ে ৫ ঘণ্টার অভিযান, যা যা মিলল   পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন   সাউথ সুদানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর ড. জাহিদ আহমেদ চৌধুরী   দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন   শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা   জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন   এমবিবিএস ভর্তির ফল প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বব্যাপী সাড়া ফেলেছে কেরামত উল্লাহ বিপ্লবের ‌‌‘ভিডিওগল্প’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৩৬ পিএম

বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তৈরি খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের ‘ভিডিওগল্প’ ব্যাপক সাড়া ফেলেছে। গেলো ডিসেম্বরে অনানুষ্ঠানিকভাবে চালু নিজের ইউটিউব চ্যানেল ‌‘দুনিয়ার গল্পে’ তিনি জানাচ্ছেন ভিন্ন স্বাদের এসব জীবন কাহিনী। 

ড্রোন, ক্রেন, আ্যকশন ক্যামেরার মাধ্যমে সিনেমার মতো তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের অসাধরণ অজানা গল্প।

এরই মধ্যে আজারবাইজান, আরব আমিরাত, সৌদি আরব ও আমেরিকা ঘুরে প্রায় দুই ডজন ভিডিওগল্প নিজের চ্যানেলে মুক্তি দিয়েছেনবিপ্লব। ফেসবুক ও ইউটিউবে তার দর্শক দেড় কোটি ছাড়িয়ে গেছে ।

এরমধ্যে আমেরিকায় ভার্জিনিয়ার পাহাড়ি এলাকার প্রাসাদোপম বাড়িতে থাকা এক নিঃসঙ্গ নারীর ‌‘ভিডিওগল্প’ সুপার ভাইরাল হয়ে ৩ দিনে ১৩ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে। ওই নারীকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছেন ১৩ হাজার মানুষ। এমন হৈ চৈ দেশের ভিডিও ব্লগ নিয়ে এর আগে কমই হয়েছে।

সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব মূলত জলবায়ু, প্রকৃতি পরিবেশ ও অভিবাসনে বদলে যাওয়া মানুষের এবং জনপদের কাহিনী তুলে আনছেন তার ‌‘ভিডিওগল্পে’।

নিজের ফেসবুক পেজে একথা জানিয়ে কেরামত উল্লাহ বিপ্লব বলেছেন, মানুষ তার নিজের জীবনের সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখ অন্যের জীবন কাহিনীতে দেখতে চায়, খোঁজে। এটি সামনে রেখেই ‌‘ভিডিওগল্প’ ধরনের কন্টেট তৈরির আইডিয়া নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, আগে প্রখ্যাত হুমায়ূন আহমেদ, সত্যজিত রায়, সমরেশ মজুমদারের মতো লেখকদের গল্প-উপন্যাস সব শ্রেণির মানুষের মাঝে যে ক্রেজ তৈরি করতো, এখনকার লেখকরা তা পারেন না। ইন্টারনেট, নানা ডিভাইস ও প্রযুক্তির কারণেও বই পড়ার চাহিদা দারুণভাবে কমছে। 

নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টারের মতো হাজারো ওটিটির এই যুগে মানুষ ফ্যান্টাসি, অবাস্তবে ডুবে ডাচ্ছে। বইয়ে যে জীবনের গল্প তার প্রতি আগ্রহ নেই। তাই ‌‘ভিডিওগল্প’ কনসেপ্টটি খুবই কার্যকর হবে বলে আশা করেন কেরামত উল্লাহ বিপ্লব।

তিনি আরও বলেন, ফেসবুক-ইউটিউবে ভিউ পেতে এলোমেলো, রং চড়ানো গুজব দিয়ে কনটেন্ট নয়-ভিডিওগল্প হবে নানা ধরনের মানুষের জীবন থেকে নেয়া সরল কাহিনী। যার গল্প, তিনিই বলবেন সবাইকে।

প্রথম দিকে কেরামত উল্লাহ বিপ্লব কাজ করবেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ও ব্যতিক্রমী মানুষদের নিয়ে। যারা এ ধরনের গল্প সবাইকে জানাতে চান, ইতিহাসে রেখে দিতে চান। তাদের গল্পের বিষয়, সারমর্ম জানিয়ে এই ইমেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন কেরামত উল্লাহ বিপ্লব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com