প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৩ পিএম

খাগড়াছড়ির গুইমারতে অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (সংস্কার)-এর ২ জন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার ডাক্তারটিলা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো গুইমারা উপজেলার ফেরকুমা কারবারি পাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে জসিম (রুবেল) ত্রিপুরা ও একই উপজেলার কলাবাড়ী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মনজুর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্প হতে সার্জেন্ট মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে জেলার গুইমারা থানাধীন ডাক্তারটিলা এলাকায় চাঁদাবাজির অপরাধে জেএসএস (সংস্কার)-এর ২ জন কর্মীকে আটক করা হয়।
এসময় তাদের থেকে ১টি দেশীয় এলজি, ৭ রাউন্ড কার্তুজ ও ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৮৬৮ টাকা উদ্ধার করা হয়।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে খুব দ্রুত আদালতে পাঠানো হবে।
এলাকাবাসী জানান, এভাবে অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করেই যাচ্ছে কিছু অস্ত্রধারী সংগঠন। তাদের বিরুদ্ধে খুব দ্রুত প্রশাসনের পদক্ষেপ নিতে হবে তা না হলে পাহাড়ে কখনো স্বস্তি মিলবে না।