প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১৬ পিএম

পৌষের শুরুতেই শীতের জানান দিতে শুরু করেছে চুয়াডাঙ্গায় । গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়।
আজ শনিবার ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু বাতাস বহে যাওযায় বেশ শীত অনুভূত হচ্ছে। তবে সকালেই সূর্য্যোর দেখা মিলেছে। শীতের কারনে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। রাস্তা সহ বিভিন্ন স্থানে মানুষ আগুন জ্বালিয়ে শীত নির্বারন করার চেষ্টা করছে। বেড়ে গেছে শীতজনিত রোগ।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানায়, পৌষের শুরুতে তাপমাত্রা হ্রাস পাতে শুরু করেছে। গত দুইদিন ধরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গা। আজ শনিবার সকাল ৯ টায় ৯.৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই ধরনের তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।