প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১৫ পিএম আপডেট: ১৭.১২.২০২২ ৮:১৬ PM

পাবনার চাটমোহরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
শনিবার ১৭ ডিসেম্বর সকাল ৭ টার দিকে মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিস্টার সুমন রোজারিও ২২। সে ঐ গ্রামের মিস্টার সিলভার রোজারিও সিলুর ছেলে।
জানা গেছে, শনিবার সকালে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে চাটমোহর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।