প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম

বোরো আবাদকে সামনে রেখে শীত উপেক্ষা করে রংপুরের গঙ্গাচড়ায় কৃষকরা বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বীজতলা তৈরি ও বীজ ছিটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার নয়টি ইউনিয়নে ১০ হাজার ৯শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য ইতোমধ্যে ৪৫০শ’ হেক্টর বীজ তলা প্রস্তুত করা হয়েছে। প্রতি এক হেক্টর বীজতলায় আবাদ হবে ২০ হেক্টর জমি।
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া গ্রামের কৃষক মাহান চন্দ্র জানান, এই বছর ধানের দাম বেশি থাকায় ফসলি মাঠে বোরো আবাদের জন্য তারা বোরো বীজতলা তৈরি করছেন। ইতোমধ্যেই যে সকল জমিতে রবিশষ্য আবাদ হচ্ছে না সে সকল জমিতে পৌষ মাসের শেষ দিকে যাতে ধান রোপন করা যায় সে জন্য তারা আগাম বীজতলায় বীজ ছিটাচ্ছেন।
উপজেলার বড়বিল ইউনিয়নের কৃষক ফারুক মিয়া জানান, এ ইউনিয়নে বোরো আবাদের জন্য প্রায় ৪০-৫০ ভাগ বীজতলা প্রস্তুত হয়েছে। যা আগামী কিছু দিনের মধ্যে বীজতলা থেকে বীজ তুলে জমিতে লাগানো সম্ভব হবে।
স্থানীয় বীজ ব্যাবসায়ীরা জানান, বর্তমানে উপজেলার হাঁট-বাজারে বোরো বীজের বিক্রি বেড়ে গেছে। আর স্থানীয় কৃষকরা বলেন, বোরো বীজের মূল্য তাদের নাগালের মধ্যেই রয়েছে। ফলে এলাকায় বোরো বীজের কোনো সঙ্কট নেই।
গঙ্গাচড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফরিদুল হক জানান, ফসলি মাঠে বোরো বীজতলা তৈরিতে উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। বোরো বীজের কোনো সঙ্কট নেই বলেও তিনি নিশ্চিত করেন।