প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম

বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। ১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। ১০ দফা দাবী দিয়েছে তার মধ্যে নতুন কোন দাবি নেই। আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সাথে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই বিএনপি হারবে।
আজ সোমবার বেলা ১২ টায় টাউন ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির ভার্চ্যুয়ালি বক্তব্য সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপরোক্ত মন্তব্য করেন।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আমিনুল ইসলাম এমপি, গ্লোরিয়া সরকার ঝর্না এমপি, আলি আজগর টগর এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
এর আগে সকালে দু দফা সন্মেলন স্হলে আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছে। বিকালে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে সভাপতি - সাধারন সম্পাদকের নাম ঘোষণা করা হবে।