প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৮:১৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। এছাড়া বিভিন্ন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫৩৫ হেক্টর। এরমধ্যে আমন ৫৩০ হেক্টর এবং সবজি ক্ষেত ৫ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।
উপজেলার থেতরাই ইউনিয়নের কৃষক এরশাদ মিয়া জানান, তার ৩ বিঘা জমির আমন ক্ষেতের মধ্যে ২ বিঘা জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি বলেন এতে তার ২০ হাজার টাকা লোকসান হবে। জামাল হোসেন, ফারুক হোসেন জানান, ৫ বিঘা করে জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। উলিপুর পৌরসভার কৃষক মিজানুর রহমানের ৩বিঘা , বাবলু চন্দ্র বর্মনের ২বিঘা জমির ধান পানিতে হেলে পড়েছে।
ধরণীবাড়ী ইউনিয়নের ধান এবং সবজি চাষী শাহিনুর রহমান জানান, তার ২বিঘা বিঘা জমির জমির ধান পানিতে হেলে পড়েছে। বেগুনের চারা, লাল শাক, মুলা শাক ও ধনিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তার ৩০ হাজার টাকার মত লোকসান হবে।
এদিকে ঝড়ো হাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কালী পুজা শান্তিপূর্ণ ভাবে করতে পারেনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুকিত বিন লিয়াকত জানান, ঝড় হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নিধারণ করা হয়েছে প্রায় ৫৩০ হেক্টর এবং সবজি ৫ হেক্টর। তিনি আরো বলেন ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ মাঠ পর্যায়ে কাজ করছে।