প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৮:৪০ পিএম

অবশেষে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে কিশোর গাং সদস্যদের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন মির। এ ঘটনায় পুরো আশুলিয়ায় স্থানীয়দের মাঝে স্বস্থি নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত এই গাং সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।
রবিবার রাতে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া থেকেৃ সুমন মিরকে গ্রেফতার করে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় কিশোর গাং বাহিনী গঠন করে নিরিহ মানুষ, গার্মেন্টস শ্রমিককে মারধর চাঁদাবাজীসহ অসংখ্য সন্ত্রাসী কার্যকালাপ করে আসছিলেন স্থানীয় তমিজ উদ্দিনের ছেলে সুমন মির (৩৩)। পরে ১৫ অক্টোম্বর ওই এলাকার ব্যবসায়ী মারুফ ভুঁইয়াকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলে বিকেলে আশুলিয়া থেকে সন্ত্রাসী সুমন মির ও তার সহযোগী শাহিন আলমকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। শীর্ষ এই সন্ত্রাসীর নামে অপরাধ মুলক কর্মকান্ডের অভিযোগের শেষ নেই তাকে গ্রেপ্তার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুব্রত রায় জানান,আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।