সারাদেশের সিটি কর্পোরেশনসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ২য় স্থান অধিকার করেছে ময়মনসিংহ সিটি কর্পারেশ। ময়মনসিংহ নগরীর উন্নয়নের রুপকার ঈর্ষণীয় জনপ্রিয় মসিক মেয়র ইকরামুল হক টিটু’র নেতৃত্বে এ নিয়ে টানা ২য় বার ২য় স্থান অধিকার করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের ২০ টি দপ্তর সংস্থার মধ্যে ৫ম স্থান অধিকার করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
উল্লেখ্য সরকারি কর্মকা-ে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২য় স্থান অর্জন করেছে।
বৃহস্প্রতিবার রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কমকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া স্ট্যাটার্জে লিখেছেন এই অর্জন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। এই অর্জনে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপশি সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লন্ডনের আদলে ময়মনসিংহ গড়ার নিখূত কারিগর মেয়র টিটু।