প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৯:২৮ পিএম

সন্ত্রাসী হামলায় নিহত নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার পরিবারের পাশে দাঁড়ালেন দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি।
শুক্রবার বিকেলে সুব্রত সাংমার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তার পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সুব্রত সাংমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাদ্দাম আকঞ্জি বলেন,সুব্রত সাংমা শুধুমাত্র একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন কুল্লাগড়া ইউনিয়নের পাহাড়ি বাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নেতা। তাকে যারা হত্যা করেছে তারা এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী বিএনপি'র দোসর আউয়াল-শামীম গ্রুপ। হত্যাকান্ডে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠ ছাড়বো না।
তিনি আরো বলেন,গত ৮ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত দাদার মৃত্যুর খবর শুনে আমি তাৎক্ষণিক ছুটে যাই। দুর্গাপুর কলমাকান্দার অভিভাবক স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার মহোদয়ের নির্দেশনায় দুর্গাপুরে লাগাতার কর্মসূচি পালনের জন্য আমার নেতাকর্মীদের নির্দেশ প্রদান করি। যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী ঐদিন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল পালন করে। বর্তমানে আব্দুল আউয়াল ও শুটার শামীম পুলিশ হেফাজতে থাকলেও বেশ কয়েকজন খুনি বাহিরে। আমাদের আওয়ামী লীগ,যুবলীগের প্রতিটি কর্মী এখনো মাঠে রয়েছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। তাই এখনো শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হবার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর মারা যান সুব্রত সাংমা। তার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। তারা আসামীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।