প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ পিএম

জামালপুরে সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষক। গত দুইদিন যাবত জামালপুর সদর উপজেলার শরীফপুর বাজার ও নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষক। কৃষকের অভিযোগ গত ৭ দিন ধরে সার কিনতে এসে ফেরত যাচ্ছেন তারা।
সোমবার নান্দিনা বাজারে সারের ডিলারের দোকানে শত শত কৃষক সার কিনতে এসে সার না পেয়ে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগের দিন গত রোববার উপজেলার শরিফপুর এলাকার ডিলার আব্দুস সালাম সার বিক্রির জন্য মাইকিং করেন। পরে সার কিনতে আসা শত শত কৃষক ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন।
এসময় ডিলাার ২০/২৫ জন কৃষকের কছে প্রতিবস্তা সার ১১শ টাকা দরে বিক্রী করে তড়িগরি করে গুদাম বন্ধ করে পালিয়ে যায় ডিলার। এর পর বিক্ষুব্ধ কৃষক শরিফপুর বাজার সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের এলাকায় কৃষক রাস্তায় শুয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কৃষকের অভিযোগ, গুদামে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না দিয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। নান্দিনা বাজারে বিসিআইসির ডিলার মেসার্স শাহজাহান এন্ড ব্রাদাস গত ৭দিন থেকে সার বিক্রি করার কথা।
কৃষকের অভিযোগ, ডিলাররা তাদের নিজস্ব লোকদের মাধ্যমে রাতের আধারে বেশী দামে সার বিক্রি করে থাকেন। অথচ খোলা বাজারে সার পাচ্ছি না,আমরা। কৃষকের দাবী দ্রুত খোলা বাজারে সার বিক্রির প্রয়োজনী ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতিমধ্যেই বিসিআইসির ডিলাদের নির্দেশনা দিয়েছি।