প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২, ৮:২৪ পিএম

ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন সেনা ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যদের মনোবল বাড়াতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি তিনি সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (১০ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং পরে দীঘিনালা জোনের পাংখোয়া পাড়া সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান।
সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে সেনা সদস্যরা দায়িত্বপালন করছেন। তারা পরিবার-স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছেন। দেশের যে কোনো সংকটে সেনাবাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করছে।
এসময় তিনি পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আত্মনিয়োগ করতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন, স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী যা যা প্রয়োজন সব করবে।
পরে, তিনি বাঘাইহাট জোন সদর দপ্তর হতে দিঘীনালা জোন সদর দপ্তরে যান। সেখানে সৈনিক ও অফিসারদের সাথে মধ্যাহ্নভোজ করেন। এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পাংখুপাড়া আর্মি ক্যাম্প, বাঘাইহাট এবং দিঘীনালা জোনের অন্যান্য কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঈদের দিনে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে সেনাপ্রধানের আগমন সেনাসদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল উঁচু করেছে।
উল্লেখ্য, ঢাকাসহ সকল সেনানিবাসে আজ রবিবার যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা পালিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং সেখানে সেনাবাহিনীর সকল স্তরের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।