প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২:৩৩ AM আপডেট: ১৩.০৭.২০২২ ২:৪৫ এএম

প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন ধনকুবের ইলন মাস্ক। ভুয়া টুইটার অ্যাকাউন্টের তথ্য না জানানোর অজুহাতে এ চুক্তি বাতিল করেন তিনি।
গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারে এ সংস্থাটি কেনেন টেসলার মাকিল। টুইটার কিনতে ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণও নেন। তা শোধ করতে শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এমনকি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলোকে জানান তিনি। কিছু দিন আগে টেসলা-য় কর্মখালি আছে বলে একটি টুইট করেন মাস্ক। তবে সেসব নিয়ে কোনো তথ্য আর জানা যায়নি।
এ নিয়ে মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাই এ সিদ্ধান্ত থেকে সরে আসছেন তারা।
মাস্কের এ সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার।
সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানান, এ ব্যাপারে তারা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। অর্থাৎ এর ফলে আমেরিকার ধনকুবের ও ১৬ বছর পুরনো সান ফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।