বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ফ্রি চিকিৎসাসেবা ও মাস্ক বিতরণ করলেন ডা. দিলরুবা আখতার
প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ AM

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও মাস্ক বিতরণ করেছেন মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধান (গাইনী বিভাগ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার দিলরুবা আখতার। রাজধানী যাত্রাবাড়ী এলাকায় শহীদ ফারুক রোডে সুপ্রিম হসপিটালের দ্বিতীয় তলায় হল রুমে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সেবা বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (সোহেল)। আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সুপ্রিম হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীরা। যাত্রাবাড়ী এলাকায় শহীদ ফারুক রোডে সুপ্রিম হাসপাতালের আশপাশেসহ বিভিন্ন রাস্তার অলিগলিতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় ডাক্তার দিলরুবা বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তা মোকাবিলা করেতে সক্ষাম হয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ইতিহাস রচিত হচ্ছে গোটা দেশে। তাই তার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে করোনাভাইরাস নতুন রূপ নিয়ে এসেছে। ওমিক্রন নামের এ নতুন ভ্যারিয়েন্টের আক্রমণ প্রতিহত করে মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে বিজয় দিবসে মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও ভাইরাস প্রতিরোধক মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।