হাজী রুজলান বিন ইয়াকুবের সঙ্গে ড. কাজী এরতেজা হাসানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:২৯ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ৮:০২ PM

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের ভারপ্রাপ্ত হাই কমিশনার হাজী রুজলান বিন ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভোরের পাতা ও পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই পরিচালক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড.কাজী এরতেজা হাসান, সিআইপি।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ব্রুনাই দূতাবাসে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে তাঁরা ব্রুনাই–বাংলাদেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং অর্জিত মাইলফলক সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় ড.কাজী এরতেজা হাসান বাংলাদেশ এবং ব্রুনাইয়ের ব্যবসা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা এবং রোড ম্যাপ সম্পর্কে ভারপ্রাপ্ত হাই কমিশনার হাজী রুজলান বিন ইয়াকুবেকে অবহিত করেন এবং বাংলাদেশ-ব্রুনাই সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সফল করতে সব রকম সহযোগীতার আশ্বাস এবং আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।