শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কুমিল্লায় পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছে ২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাকির!
উৎপল দাস
প্রকাশ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮:৫১ পিএম

কুমিল্লা শহরের ঝাউতলা স্বপ্ন টাওয়ারের তৃতীয় তলাতেই থাকেন মো. জাকির হোসেন। তার স্থায়ী ঠিকানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামেও মাঝে মাঝে যাওয়া আসা করেন। কিন্তু এই জাকিরের বিরুদ্ধে রয়েছে ২৫ টির বেশি মামলা। এমনকি কমপক্ষে ১৫ টি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি ওয়ারেন্ট বের হলেও কুমিল্লা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। পুলিশের সামনে দিয়েই ঘুরে বেড়ালেও একজন দাগী আসামি জাকির হোসেন বুক ফুলিয়ে কুমিল্লাতে অবস্থান করার পাশাপাশি নিজের ঘনিষ্ঠদের কাছে বলে বেড়াচ্ছে, ‘আমি ওপেন হয়েই ঘুরবো, আমার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে ভাবার সময় নেই; আমার পক্ষে দাঁড়ানোর প্রভাবশালী অনেকেই রয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, মো. জাকির হোসেনের নামে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ১১৬/২০ (খিলগাঁও), সি আর মামলা ৩৫৬/২০ এবং ৩৫৯/২০ রয়েছে। এছড়া  চট্টগ্রাম মেন্ট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ৪ নং আদালাতে সি আর মামলা ২৭/২১ , ৮৮/২১, ২৯৯/২০ এবং২৮০/২০ এবং ১ নং আদালতে সি আর মামলা ৬১৪/২১ রয়েছে। এছাড়া চট্টগ্রামে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা ৪৪/২১, ২৪৮/২০ এবং ২৪৭/২০ রয়েছে।  এসকল মামলায় আদালত থেকে গ্রেফতারি ওয়ারেন্ট রেব হলেও কুমিল্লা এবং ঢাকার পুলিশ গ্রেপ্তার করছে না হত্যা, প্রতারণা, জমি দখল মামলার আসামি মো. জাকির হোসেন। 

জাকির হোসেনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) ভোরের পাতাকে বলেন,  ‘আইনগতভাবে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে গ্রেপ্তার করা হবে। আপনি আমাকে মামলার নম্বরসহ ডিটেইলস দেন, আমি ব্যবস্থা গ্রেপ্তারের ব্যবস্থা নেবো। ’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, আদালত থেকে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও কোনো আসামি যদি পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সেখানে সংশ্লিষ্ট পুলিশের কোনো গাফিলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে।

উল্লেখ্য, এই দাগী আসামী জাকির হোসেনকে পুলিশ যেন গ্রেফতার করতে না পারে সেজন্য কুমিল্লার একজন সরকার দলীয় সংসদ সদস্য যিনি সতেরো বছর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, তিনি পেছন থেকে কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com