প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ পিএম আপডেট: ২৮.১২.২০২৫ ১১:১৪ PM

নড়াইলের জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী ও কলামিস্ট আব্দুস সালাম খানের দ্বিতীয় গ্রন্থ 'লোহাগড়ার ঐতিহ্য ও দর্শনীয় স্থান '-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এস হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতফেরী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাংবাদিক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাংবাদিক আব্দুস সালাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু আব্দুল্লাহ, বেলাল সানি, কমরেড হারুন এবং ইতনা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মদন মোহন ভদ্র।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সাহিত্যকর্মের প্রত্যাশা ব্যক্ত করেন।