প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি তার অব্যাহতিপত্র দাখিল করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে গত সপ্তাহে মো. আসাদুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, নির্বাচনে অংশ নিলে তিনি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পেশাগত জীবনে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।