প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম

বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮ মাস পর দেখা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের শপথ অনুষ্ঠানে। এরপর আর তাদের দেখা হয়নি।
প্রধান বিচারপতি জুবায়ের রহমানের শপথ অনুষ্ঠানে সকালে সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার। বঙ্গভবনের দরবার হলে তারা একসঙ্গে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান।
বঙ্গভবন সূত্র আরও জানায়, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ নেন।