প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে বিএনপি তাদের মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে জোটপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমন্বয়ের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।” এর অংশ হিসেবেই নড়াইল-২ আসনটি এনপিপিকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে সেই মনোনয়ন বাতিল করে শরিক দলকে আসনটি ছাড় দেয় বিএনপি।
নড়াইল-২ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ হতাশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এর একদিন আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেয়। বুধবার তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক দলগুলোর মধ্যে আরও আটটি আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের মধ্যে আসন সমঝোতা আরও দৃশ্যমান হতে শুরু করেছে, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের রাজনীতিতেও।