শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ ১১ পৌষ ১৪৩২

শিরোনাম: ঘন কুয়াশায় মতলবের মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ; প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী   ভুরুঙ্গামারীতে এলজিইডি'র হাটসেড নির্মাণে বদলে গেছে বাজারের চিত্র   রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন    কোহলির ‘বিশ্ব রেকর্ড’   তারেক রহমানের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন   বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান   গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
তারেক রহমানের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম

ক্যারিয়ারের নানা ব্যস্ততার পাশাপাশি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সরব থাকেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক দীর্ঘ ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী; যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন তিনি। 

ফেসবুক পোস্টে বাঁধন জানান, দেশের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের প্রত্যাবর্তন তার মনে নতুন আশার সঞ্চার করেছে; সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক আচরণের প্রশংসা করেন। 

বাঁধন লেখেন, আমাদের দেশ শোক, অবিচার ও অনিশ্চয়তার ভেতর দিয়ে গেছে। আমরা সবাই তা অনুভব করেছি। কিন্তু সেই কষ্টের মাঝেই তারেক রহমান ও তার পরিবারের প্রত্যাবর্তনে আমি নতুন করে আশার আলো খুঁজে পাই।

অভিনেত্রী লেখেন, তার কথাবার্তায় অন্তর্ভুক্তিমূলক মনোভাব, স্ত্রী ও কন্যার প্রতি দেখানো সম্মান, আর তার জন্য প্রস্তুত করা আসনে না বসে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার বিষয়টি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। এমনকি তাদের পোষা বিড়ালের প্রতিও যে স্নেহ তারা দেখিয়েছেন, তাতেও আমি এক ধরনের বার্তা পেয়েছি; সেটি হলো- সহমর্মিতা ও নেতৃত্বের শুরু হয় ঘর থেকেই।

বাঁধন আরও লেখেন, এই ছোট ছোট আচরণগুলো অনেকের চোখে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে এগুলোর অর্থ আছে। আমাদের দেশ এমন নেতৃত্বেরই প্রাপ্য, যারা শাসন করবে না; সেবা করবে।

এছাড়াও নিজের ক্যারিয়ারের কথা উল্লেখ করে বাঁধন জানান, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর তার অভিনয়ের জগত অভাবনীয়ভাবে বদলে গেছে। বর্তমানে তার অভিনীত একটি সিনেমা ‘রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ নির্বাচিত হয়েছে এবং অন্য একটি সিনেমা বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়ার অপেক্ষায় আছে।

তবে সাফল্যের এই যাত্রায় সহকর্মীদের একাংশের আচরণে তিনি ব্যথিত। নাম উল্লেখ না করে বাঁধন লেখেন, কিছু শিল্পী উন্নতির বদলে ঈর্ষা, চরিত্রহনন এবং অবমাননার পথ বেছে নেন। এই বিষাক্ত সংস্কৃতি আমাদের সৃজনশীল সম্প্রদায়কে দুর্বল করে দেয়।

অভিনেত্রী বাঁধন আশা প্রকাশ করেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে সবাই সুস্থ ও ইতিবাচক পথে হাঁটবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]