সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ ৭ পৌষ ১৪৩২

শিরোনাম: সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের   বিবিসি’র তালিকায় বিশ্বের সেরা ২০ ভ্রমণ গন্তব্য!   বিজয় বইমেলা বন্ধ ঘোষণা   তীব্র শীতে তায়াম্মুম করা যাবে কি?   শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন   ফ্যাটি লিভারের সমস্যা দূর করার ৩ প্রাকৃতিক পানীয়   প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশনের উদ্বেগ ও নিন্দা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে চলতি বছর বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমায় শিল্পীদের দেখা গেছে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে। কেউ কেউ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। আবার কেউ কেউ দীর্ঘ বিরতির পর ফিরছেন নতুনরূপে। 

চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন অভিনেত্রী কে কেমন আলোচিত ছিলেন।

জয়া আহসান
ঢালিউডে ২০২৫ সালের বড় চমক ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চলতি বছর তাকে পাওয়া গেছে দেশের তিন সিনেমায়— ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’–এ। তিনটি সিনেমাতেই ছিলেন ভিন্ন মেজাজে। অভিনয় দক্ষতা ও ব্যক্তিক্রমী চরিত্র বাছাই মিলিয়ে বছরজুড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে।

ইধিকা পাল
কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসেন। চলতি বছরেও নজর কেড়েছেন তিনি। শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’–এ সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে অভিনয় করে নতুনরূপে পরিচিতি এনে দিয়েছেন। শাকিব–ইধিকার রসায়ন নিয়েও আলোচনা হয়েছে। 

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করেছেন। রুপালি পর্দায় এসে নিজেকে নতুন রূপ দিয়েছেন তিনি। বিদেশের বিভিন্ন উৎসব ঘুরে চলতি বছর সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাবা’। সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্র 'সাবা' হিসেবে মনে রাখার মতো অভিনয় করেছেন মেহজাবীন। 'সাবা'র প্রতিদিনের সংগ্রাম, একটু মুক্তির আশা এবং দিনের পর দিন অসুস্থ মায়ের সেবা করতে করতে ভেঙে পড়া—সবই মেহজাবীন ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।

শবনম বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর বছর শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে। একাধিক সিনেমার মুক্তি আটকে থাকলেও শেষে প্রেক্ষাগৃহে আসে ‘জংলি’ সিনেমা। ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ ও সাবলীল অভিনয় দর্শকদের কাছে প্রশংসা কুড়ায়। পরে নতুন একাধিক সিনেমার শুটিং করেছেন তিনি। চুক্তিবদ্ধও হয়েছেন একাধিক সিনেমায়। তবে কাজের সঙ্গে বছরজুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন বুবলী।

পূজা চেরী
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন। চলতি বছরে মুক্তি পাওয়া ‘টগর’–এ জয়িতা চরিত্রে তার অভিনয় ছিল বাস্তবধর্মী। কয়েক বছরে তার ক্যারিয়ারে ওঠানামা থাকলেও এ সিনেমা তাকে নতুন করে আলোচনায় এনেছে। সামাজিক  মাধ্যমে তার উপস্থিতি আর নতুন সিনেমার শুটিং মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

নুসরাত ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়ার চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘জ্বীন ৩’। এ সিনেমাটি নিয়ে তেমন আলোচনা না হলেও এর ‘কন্যা’ গানটি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। 

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর মে মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। সব মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন নুসরাত ফারিয়া।

তমা মির্জা
অভিনেত্রী তমা মির্জা বছরে মাত্র একটি সিনেমা করেছেন ‘দাগি’। এই একটি সিনেমাই যথেষ্ট। কারণ ‘জেরিন’ চরিত্রে পরিণত অভিনয় করেছেন তমা মির্জা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাকে মনে রাখতেই হবে। তার রাগ আর ক্রোধ থেকে অসহায়ত্ব দর্শককে ছুঁয়ে গেছে।

আজমেরী হক বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধনের বড়পর্দায় ফেরা হলো এ সিনেমা দিয়ে। এ সিনেমায়  পুলিশ কর্মকর্তার চরিত্র লিনা ছিল নন–গ্লামারাস। তাড়া করে বেড়ানো অতীত, কর্মক্ষেত্রে একের পর এক প্রতিকূলতা, বসের পুরুষতান্ত্রিক মনোভাব, বিশ্বাসভঙ্গ এবং শেষ দিকে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন—সবটাই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন বাঁধন।

তাসনিয়া ফারিণ
‘ইনসাফ’ দিয়ে প্রথম মূলধারার বাণিজ্যিক সিনেমায় নাম লেখান তাসনিয়া ফারিণ। এ সিনেমাটি তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও তার গ্লামারাস উপস্থিতি এবং শরীফুল রাজের সঙ্গে রসায়ন মিলিয়ে ছিল আলোচনায়।

এ ছাড়া চলতি বছর প্রযোজনা শুরু করেছেন ফারিণ। নতুন গান আর বছর শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন তিনি।

সাবিলা নূর
সাবিলা নূর ১০ বছরের ক্যারিয়ারের পর মূলধারার বাণিজ্যিক সিনেমায় পা রাখেন এ বছর। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’–এ তার রসায়ন ছিল বছরের অন্যতম আলোচনার বিষয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]