শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সুজনের সমালোচনার কড়া জবাব দিলেন ফাহিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম

গত বছরের আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর পালাবদল ঘটেছে রাজনৈতিক অঙ্গন থেকে ‍শুরু করে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) একাধিকবার শীর্ষ পদে রদবদল হয়েছে। এ ছাড়া বিসিবির নতুন পরিচালক হিসেবে যোগ দেন নাজমুল আবেদীন ফাহিম। সম্প্রতি তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে ফাহিমের কাজের মূল্যায়ন নিয়ে সমালোচনা করতে দেখা গেছে সুজনকে। গতকাল বোর্ড মিটিং শেষে এই ব্যাপারে মুখ খুলেছেন ফাহিম। সততার সঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে তিনি জানান। একইসঙ্গে সমালোচনায় কান দিতেও নারাজ ফাহিম।

বিসিবির অপারেশন্স বিভাগের এই চেয়ারম্যান বলেন, ‘এই ব্যাপারটি নিয়ে একেবারেই আলোচনা করতে চাই না। একটি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। দেশের ক্রিকেট যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজটা করার। কে কী মনে করে, কে কী বলল এটা নিয়ে আমি ভাবছি না। যতদিন আমার কাজ করার সুযোগ থাকবে আমি কাজ করব এবং আমার মতো করেই কাজ করব।’

এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডের নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন সুজন, ‘শান্তকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পেশাগতভাবে করা হয়নি। আমি বলব, বিসিবি খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। এতে বিসিবি ১০০–তে ০ পাবে। সফরে যাওয়ার একদিন আগে কেন দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে হবে? আমি মনে করি, অপারেশন্স চেয়ারম্যান হিসেবে এখানেই উনি ব্যর্থ। উনার উচিত ছিল বোর্ডের সঙ্গে কথা বলা যে, সফরের আগে অধিনায়ক পরিবর্তন না হোক।’

বিসিবির সাবেক এই পরিচালক আরও বলেন, ‘যাকে উনি সম্মান করলেন না, সে উনাকে কীভাবে সম্মান করবে। বাংলাদেশ দলের অধিনায়ক মানে অনেক বড় একটি পদ। এখানে কেউ যদি অসম্মানিত হন, সেখান থেকে যেকোনো কিছু হতে পারে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com