প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৮ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৫:০৭ PM

পুরো নাম আব্দুল লতিফ। চোখে চশমা। গায়ে দামি পাঞ্জাবীর উপর কোটি। প্রথম দর্শনেই দেখে বোঝার উপায় নেই পেশায় তিনি একজন পরিছন্নতা কর্মী।
বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিছন্নতা কর্মীদের সিবিএ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের কথা।
পেশায় একজন পরিছন্নতা কর্মী হলেও গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। পরিছন্নতা কর্মীদের কোয়ার্টার বরাদ্দ বাণিজ্য, বদলি বাণিজ্য, ময়লা অপসরণে ঠিকাদারীতে তার জুড়ি মেলা ভার।
ভোরের পাতার অনুসন্ধানে উঠেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন
ওষুধ ব্যবসাসহ নানা ব্যবসায় কোটি টাকা বিনিয়োগ করেছেন এই লতিফ। তাকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে অনেকটা হতবাক বনে যায় টিম ভোরের পাতা। এ যেন আলাদিনের চেরাগের রাজকুমারের সাক্ষাত পেল টিম সদস্যরা।
চেরাগের রাজকুমার লতিফের অনিয়ম দুর্নীতির সাতকাহনের খোঁজে এবার আমাদের যাত্রা রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার পরিছন্নতার কর্মী নিবাসে। একে এক বেরিয়ে এলো থলের বেড়াল।
দর্শক, এবার আমাদের গন্তব্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসে। ক্যামেরার সামনে হাজির করতে চাই আলাদিনের চেরাগের রাজকুমার লতিফকে। বিধিবাম চোরের মন পুলিশ, পুলিশ। এ প্রচীন প্রবাদ বাক্যটি যেন বাস্তবে রূপ দিল লতিফ। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি।
প্রতিনিয়ত যাদের শ্রমে চলাচলের উপযোগী হয় দক্ষিণ এশিয়ার সপ্তম এই বৃহত্তম শহর। লতিফ সিন্ডিকেটে আজ অচল প্রায় তাদের জীবন। মাত্র ১০০ ফুটের একটি টিনের ঘরে বসবাস তাদের। কিন্তু তারপরও সিন্ডিকেট সদস্যদের নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় অনেকে।
এদিকে, বর্জ্য ব্যাস্থাপনা বিভাগের প্রধান জানালেন সুনির্দিষ্ট অভিযোগে নেয়া হবে যথাযথ ব্যস্থাপনা।
ভোরের পাতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে ডিএসসিসি’র জনসংযোগ বিভাগের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয় প্রধান সম্পত্তি কর্মকর্তা কায়সার মোহাম্মদ ফারাবির সাথে।
জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, প্রশ্ন লিখিত লাগবে। পরে সম্পত্তি বিভাগের ওই কর্মকর্তা যোগাযোগ করতে বলেন যান্ত্রিক বিভাগের প্রধানের সাথে।