রবিবার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১

শিরোনাম: মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ১৬৫ কোটি ডলার   আবরার হত্যার রায় ছাত্ররাজনীতির জন্য কড়া বার্তা   স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধ নির্মাণ, সাংবাদিককে হুমকি!   রায়ে আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সরকারি ফ্লাটে বেসরকারি লোকের বসবাস!
খান শান্ত ও সুজন বর্মণ
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ১৯.০২.২০২৫ ৮:২৬ PM

শুনিল কুমার। বাবা আর মা মাবধী রানীকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের তেলুগু সুইপার কলোনিতে বসবাস। কলোনির ছোট্ট একটি কক্ষে তারা নিদারুণ কষ্টে করছেন দিনাতিপাত। 

গত কদিন সুইপার কলোনিতে মাধবী রানীর সাথে কথা হচ্ছিল এই প্রতিবেদকের। ঘড়ির কাটায় তখন সকাল ৮টা ৩০ মিনিট। আগের দিনের ব্যবহৃত তৈজসপত্র পরিষ্কার করতে করতে মাধবী রানী জানালেন তার পহাড়সম ক্ষোভের কথা।

বললেন, দুই বছর হতে চললো তার ছেলে শুনিল পরিছন্নতা কর্মীর কাজ করছেন কাজলা এলাকায়। কিন্তু এখনো পাননি বাসা বরাদ্দ। মাত্র ১০০ বর্গফুটের একটি কক্ষে ছেলে, স্বামী আর ছেলের বউ নিয়ে অতিকষ্টে দিন পার করছেন।

পরিছন্নতা কর্মীদের ভবন প্রভাবশালী বহিরাগতদের দখলে। একটি চক্রের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঘর বরাদ্দের নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। ঘর বরাদ্দ পায়নি প্রকৃত ভুক্তভোগীরা। তাদের ঠিকানা সুযোগ-সুবিধাহীন কলোনির ওই ছোট্ট ঘরে। 

ভোরের পাতার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। 

অনুসন্ধান বলছে, শুধু শুনিলের পরিবার  নয়, একই অবস্থায় বসবাস করেন হরিজন সম্প্রদায়ের হাজারো পরিবার। সুযোগ-সুবিধাহীন স্বল্প পরিসরের টিন-কাঠ দিয়ে তৈরি এসব খুপরিতেই কাটছে তাদের কয়েক প্রজন্ম। তাও আবার সিটি কর্পোরেশনের দখল তালিকায় হয় উচ্ছেদ। তাতেও মুখ খুলতে নারাজ স্থানীয় অনেকে।

অনুসন্ধানের এক প্রহরে পরিচয় গোপন করে কথা হয় স্থানীয় বাসিন্দা রাজেশের সাথে। তিনি এই প্রতিবেদককে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিছন্নতা কর্মী ইউনিয়নের এক সিবিএ নেতা ও আরেক কর্মকর্তা মিলে ফ্ল্যাট বরাদ্দ সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। নগর প্রশাসনের নাকের ডগায় বসে চলছে পরিছন্নতা কর্মীদের ফ্ল্যাট বরাদ্দের নামে এই তুঘলকি কাণ্ড। দেখেও যেন  না দেখার ভান করছেন নগর প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। কোনো এক রহস্যময় কারণে নিশ্চুপ ঊর্ধ্বতনরাও। 

এ বিষয়ে সরাসরি কথা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  প্রধান  কর্মকর্তা (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ) এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদারের সাথে।  বলেন, সুনির্দিষ্ট অভিযোগে সিবিএ নেতা হোক আর যেই হোক, নেওয়া হবে ব্যবস্থা।  

এসব মানুষের কষ্ট নিবারণে বিনামূল্যে সুযোগ-সুবিধাসম্পন্ন ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেয় সরকার। কয়েকজন অসাধু কর্মকর্তা ও স্থানীয় নেতাদের কারণে নিরীহ মানুষের জন্য সব উদ্যোগই ভেস্তে গেছে। প্রত্যেক পরিবারের বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও এসব ফ্ল্যাট বরাদ্দ নিতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

অপরদিকে, ভোরের পাতার পক্ষ  থেকে দক্ষিণ সিটির ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করা হয় প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সাথে। কিন্তু কোনো এক রহস্যময় কারণে বিষয়টি এড়িয়ে গেলেন এই কর্মকর্তা। কথা বলতে বললেন যান্ত্রিক বিভাগের প্রধানের সাথে।

উল্লেখ্য, ২০২৪ সালে সাড়ে ৮৪ কোটি টাকা ব্যয়ে নাগরিক সুবিধাবঞ্চিত ১ হাজার ১৪৮টি পরিছন্নতা কর্মী পরিবারের আবাসন সুবিধা নিশ্চিতে ঢাকার ধলপুরে পাঁচটি ১০তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com