শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকাসহ কয়েক জেলায় দুদকের অভিযান
হাবিবুর রহমান বাবু
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৫ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগে উল্লিখিত ইন্সটিটিউটের জন্য কেনা অক্সিজেন হাইপারবারিক থেরাপি (এইচবিও), হেয়ার ট্রান্সপ্লান্ট যন্ত্র এবং লেজার মেশিনসমূহ পরিদর্শন করা হয় এবং সেগুলো সচল রয়েছে কি না তা যাচাই এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক ২০২১-২২ অর্থবছরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতিকরণ প্রকল্প" -এর কার্যক্রম বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কর্তৃক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযান পরিচালনাকারী টিম অভিযোগে বর্ণিত স্থানসমূহ পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কার্যক্রমসমূহ পরিমাপ করে। পরিমাপের ভিত্তিতে বিশেষজ্ঞ প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকেও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

এ সময় দুদক টিম সরেজমিনে ৯টি বিদ্যালয় এবং একটি সড়ক পরিদর্শন করে। পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করে দুদক। পরবর্তীতে উপজেলা এলজিইডি থেকে প্রাপ্ত রেকর্ডপত্র, এবং প্রাপ্ত বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক প্রধান কার্যালয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com