প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৭ পিএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ডের আয়োজনে বুধবার বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
যশোর সেনানিবাসস্থ বিনোদনীয় শিশুপার্কে দিনব্যাপী অনুষ্ঠিত এই মিলনমেলায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্ত্রী-সন্তানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিন সকাল দশটা থেকে শুরু হওয়া বার্ষিক বনভোজন ও মিলনমেলায় বিনোদনমূলক নারা অনুষ্ঠান আয়োজনের মধ্যে রেফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ আপ্যায়ন ও বিভিন্ন খেলাধুলা শেষে 'রেফেল ড্র' অনুষ্ঠানে মিলন মেলায় বাড়তি আনন্দ- উচ্ছ্বাসের মাত্রাএনে দেয়।
এবারের বার্ষিক বনভোজন ও মিলন মেলায় বীর মুক্তিযোদ্ধাদের প্রায় দুই শতাধিক পরিবার অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ঝিকরগাছা শাখার আহ্বায়ক ইমরান রেজা খোকন ও সদস্য সচিব সেলিম রেজাসহ অন্যান্যরা আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের সার্বিক তত্ত্বাবধান করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও মুখ্য ভূমিকায় ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা সাবেক পিপি,এড, মুনিরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদ রহমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা জবেদ আলি, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তোতা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।