মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় “Promoting Resilient Green Growth in Dairy Sub-Sectors through Ensuring RECP” শীর্ষক উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফোকাল পার্সন রিক এর মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) আলাউদ্দিন খান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, সহকারী কমিশনার, সিভিল সার্জন, অতিরিক্ত উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পাঁচটি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তরের মনোনীত কর্মকর্তা, মো নাসির উদ্দিন, এ.জিম. রিক, প্রকল্পের উদ্যোক্তা, রিকের ৮ টি শাখার ক্ষুদ্রঋণ কার্যক্রমের ব্যবস্থাপক ও সাংবাদিকসহ প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিক এর স্মার্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম।