প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নেতা ও লীগ পন্থী ঠিকাদারদের সাথে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মিলিত হয়ে যে লুটপাট চালিয়ে সেটা এখনও বহাল রয়েছে। এসব অনিয়ম-দুর্নীতি রুখতে ঠিকাদার গুলি একত্রে হয়ে মানববন্ধনের আয়োজন করেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এই মানবনন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইঞ্জিনিয়র আরিফুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু আওয়ামী লীগপন্থী ঠিকাদারী প্রতিষ্ঠান একক ভাবে কাজ করে গেছে। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের যোগসূত্রে করেছে এখনও সেই সমস্ত কাজ তারা চলমান রেখেছে। সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিগত সময়ে যেগুলি দুর্নীতি করেছে তাদের এই সমস্ত দুর্নীতি যদি ফাঁস হয়ে যায় সেজন্য তারা আগের ঠিকাদার দের সাথেই মিলিত রয়েছে। এখনও তারা ফ্যাসিস্ট সরকারের সময়ের অনিয়ম দুর্নীতির ধারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
মানববন্ধনে অন্যান্য ঠিকাদাররা দাবি করেন, জুলাই আগস্টের ছাত্র জনতার হাতের স্বাধীন হওয়া দেশে আমরা কোন অনিয়ম-দূর্নীতি রাখতে চাই না। ফ্যাসিস্ট সরকারের কোন দোষর এই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত থাকবে না এবং কোন দুর্নীতিবাজ ঠিকাদার আওয়ামী লীগ পন্থী ঠিকাদার রাজশাহীর কোন স্থানে কাজ করার কোন সুযোগ যেন না পায়। আমরা সঠিক নিয়মে সরকারি নিয়মাবলী মেনে কাজ করতে চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি মো. সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ অনেকে।