প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম

কুষ্টিয়ায় অস্ত্র, ম্যাগাজিনভর্তি গুলি ও মোটরসাইকেলসহ নান্টু মিয়া (৩২) নামে একজন আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরের দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী ক্লিকের মাঠ নামক স্থানে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। আটককৃত হলেন দৌলতপুর উপজেলার বালিদিয়ার গ্রামের মৃত আদালত প্রামানিকের ছেলে।
এ সময় অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস হতে আনুমানিক ২.৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে ক্লিকের মাঠ নামক স্থানে নম্বর-৬৭২৬৯ হাবি. এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ টহল দল দুইজন যাত্রীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা ১টি পিস্তল পার্শ্ববর্তী গমক্ষেতে ছুড়ে ফেলে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল চালক নান্টু মিয়া আটক করে এবং তাকে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে।
মোটরসাইকেলের পিছনে থাকা রুহুল মিয়া মোটরসাইকেল থেকে লাফ মেরে পালায় যায়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয় এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, অস্ত্র, ম্যাগাজিন এবং গোলাবারুদসহ অভিযুক্ত ব্যক্তিকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।