প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০০ পিএম

ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু টোল প্লাজার কাছে বিশেষ অভিযানে ১০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার সময় এই অভিযান পরিচালিত হয়।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে যশোর ট-১১-৪৩৭১ নম্বরের একটি পণ্যবাহী গাড়ি থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার একজন কর্মকর্তা জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও সংরক্ষণ আইনবিরোধী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান এবং জব্দকৃত পলিথিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।