প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ পিএম

নারায়ণগঞ্জে উৎপল রায় (৬৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের টানবাজার এলাকার সাততলা একটি ভবনের ৪র্থ তলা ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত উৎপল রায়ের এক ছেলের নাম উজ্জল কুমার রায় পেশায় একজন চিকিৎসক এবং আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘সেভ দ্যা চিলড্রেন’ এর প্রকল্প পরিচালক।
উৎপল রায়ের স্ত্রী গত হওয়ার পর তিনি শহরের টানবাজার এলাকায় শংকর সাহার মালিকানাধীন ভবনটির ৪র্থ তলায় ছেলের সাথেই থাকতেন। তিনি এক সময় একটি মিলে ম্যানেজার হিসেবে কাজ করতেন। দুই ছেলের মধ্যে অপরজন প্রবাসে থাকেন।
উজ্জল রায়ের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, বন্দর এলাকার এক নারী ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। সোমবার রাতে উজ্জল কুমার রায় কাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সহায়তায় তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তার বাবাকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশাপাশি ঘরে থাকা আলমারিতে থাকা তার মায়ের রেখে যাওয়া ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও লাখ খানেক নগদ টাকাও পাওয়া যায়নি বলে জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমেদ জানান, মরদেহের গলার অংশ কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।