
বাংলাদেশ স্কাউট গবেষণা ও মূল্যায়ন বিভাগ, জাতীয় সদর দফতর এর আয়োজনে শামস হল, জাতীয় স্কাউট ভবনে শনিবার (১ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের স্কাউটিং কার্যক্রম: অতীতের বিভ্রান্তি এবং আগামীর প্রত্যাশা’ এই থীমে কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর এডহক কমিটির সদস্য ড. মো: আমিনুল ইসলাম, মোঃ রেজাউল করিম, ড. খ ম কবিরুল ইসলাম- সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁন, অধ্যাপিকা ফাহমিদা- ইংরেজি বিভাগ, ইডেন কলেজ, মোছা: ফরিদা ইয়াসমিন- এডিশনাল ডিআইজি, আসিফউল হক, মাহিনুর জাহান, বাংলাদেশ স্কাউট এর কর্মকর্তা মো: শামছুল হক, আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, মোঃ রুহুল, আহমেদ কাজী আসিফ, মোঃ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু সালেক, মোঃ আক্তারুজ্জামান, স্বপন কুমার দাস, এ এইচ এম শামছুল আজাদ, ফারুক আহম্মদ, মোঃ শামীমুল ইসলাম, লতিফ উদ্দিন আহম্মদ, বিমল চন্দ্র, মোঃ আকতার হোসেন, হামজার রহমান শামীম, গবেষণা ও মূল্যায়ন উপ-কমিটির সদস্য রিফাত আফসানা, মো: শাহাদাত, অ্যাডভোকেট মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব।
এ সময়ে কী নোট স্পিকার ড. খ ম কবিরুল ইসলাম বলেন, অতীতে বাংলাদেশ স্কাউট কে পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে ব্যবহার করা হয়েছিল যা অপ্রত্যাশিত, আগামীতে সবার চেষ্টায় স্কাউট একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হবে।
কনফারেন্স সঞ্চালন করেন ড. মো: আরিজুল ইসলাম খান।
পরিশেষে, উপস্থিত সকলে বাংলাদেশ স্কাউটের উন্নয়নে অবদান রাখবেন বলে জানান।