মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: আজ মহান বিজয় দিবস   ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম   বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ   বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ   হাদীকে হামলার পর ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিজিবি'র সর্বোচ্চ সতর্কতা   বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
জুলাই-আগস্টের গণঅভ্যত্থান গণতন্ত্রকামী মানুষদের বিগত দেড় দশকের ফসল - ভিপি নুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২০ পিএম

সম্প্রতি দেশে যে গণঅভ্যত্থান হয়েছে তা শুধু জুলাই-আগস্টের আন্দোলনে পটপরিবর্তন হয়নি মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এর জন্য দেশের গণতন্ত্রকামী মানুষদের বিগত দেড় দশক ধরে লড়াই সংগ্রাম করতে হয়েছে। শনিবার (১ ফেব্রয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা মাঠে সোনারগাঁও গণ অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত ‘জুলাই গণঅভ্যত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সোনারগাঁও গণঅধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কীর সভপতিত্বে ভিপি নুর আরও বলেন, পুরোনো ব্যবস্থা দিয়ে এ দেশ কার্যত চলবেনা। নতুন বাংলদেশ বিনির্মাণে গণঅভ্যত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সমঝতা প্রয়োজন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে, পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এদেশের রশাসন ব্যবস্থা চলবেনা জানিয়ে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনার কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, ১৯৭২ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ততবারই তারা একক শাসন ব্যবস্থা কায়েম করেছে। জনগণকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসেলে ব্যস্ত ছিল। এ সময় কারো নাম প্রকাশ না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েও অন্যের বিয়ে করা বৌকে জোড় করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ করেন নুর। 

তিনি বলেন, জুলাই-গণঅভ্যত্তানের উদ্দেশ্যই ছিল ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশকে নুতনভাবে সাজানো। তাই আগামীতে যে কোন ভাবেই ফ্যাসিবাদরা যেন পুণরায় ক্ষমতায় আসতে না পারে সে দিকে লক্ষ্য রেখে আগামী নির্বাচনে সকলকে ভোট দেওয়ার আহবান জানান নুর। 

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ সোনারগাঁও শাখার সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও সোনারগাঁও পৌরসভা গণঅধিকার পরিষদের নেতা উলফাত কবির মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ সাধারণ সম্পাদক কাউসার আলী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুন্না, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের জেলা মহাসচিব ইঞ্জিনিয়ার আরিফ হোসেন প্রমূখ। 
 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]